ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের আয়োজনে ‘ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতা; একটি সামাজিক-আইনি গবেষণা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের তত্ত্বাবধানে বিভাগটির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও পিএইচডি গবেষক আব্দুল আজিজ মিয়া মূল গবেষণা পত্র উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। বিভাগটির অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. নাছির উদ্দীন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরেন। একইসাথে নারীর প্রতি সহিংসতা কমাতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তারা।