ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসা প্রশাসন বিভাগের বিবিএ পি-১০১ ও আরএমবিএ পি-১০০১ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোঃ আজমীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ ভাইস-চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী,উপ-উপাচার্য অধ্যাপক ডা. গনেশ চন্দ্র সাহা, ব্যবসা প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মোঃ সেলিম ভুইয়া , রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ছাত্র কল্যান উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহ আলম চৌধুরী ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ।
এ সময় ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ আজমীর হোসেন বলেন,নতুন ছাত্র ছাত্রীদের পদচারণায় মুখরিত হোক ব্যবসায় প্রশাসন বিভাগ। ব্যবসায় প্রশাসন বিভাগে একঝাঁক দক্ষ অভিজ্ঞ মেধাবী শিক্ষক মানসম্পন্ন অত্যাধুনিক ওবিই কারিকুলাম অনুযায়ী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।