ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির সপ্তম ধাপের বিষয় পুনর্বণ্টন ও মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ হয়েছে। এতে মোট ৪৩৩ জন স্থান পেয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৯৯০টি আসনের মধ্যে ১৪৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনও মোট আসনের ৩৬ শতাংশ অর্থাৎ ৫২৯টি আসন ফাঁকা রয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আহসান-উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার সপ্তম (আন্ত-বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ) পর্যায়ের কার্যক্রম আগামী ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে।