ঢাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জহুরুল হক হল
সপ্তম শামসুন নাহার মাহমুদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সপ্তম শামসুন নাহার মাহমুদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাব। রানার্স-আপ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাব এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন রিহাদ রনি।
শনিবার রাতে শামসুন নাহার হল মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মো. আখতারুজ্জামান বলেন, ‘যেসব মহীয়সী নারী জীবনে সফলতা অর্জন করেছেন, তারা শিক্ষা জীবনে লেখাপড়ার পাশাপাশি বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন।’
ছাত্রীদের আর্থিক সুরক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নানা প্রতিকূলতাকে মোকাবেলা করে নারী শিক্ষার্থীদেরকে এগিয়ে যেতে হবে।’
শামসুন নাহার ডিবেটিং ক্লাবের সভাপতি নাঈমা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল, শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের মডারেটর সঞ্চারী প্রতিভা এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।