The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান কর্নার’ স্থাপনে ঐকমত্য

ঢাকার রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়ান ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার’-এর পরিচালক মি. ম্যাক্সিম ডোব্রোখোতোভ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান কর্নার’ স্থাপনের বিষয়ে তারা ঐকমত্য প্রকাশ করেন।

এছাড়াও, তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অনান্য বিষয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম চালুর সম্ভাব্য দিকগুলো নিয়ে মতবিনিময় করেন। এ লক্ষ্যে শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ান ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তারা ফলপ্রসূ আলোচনাও করেন।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় মি. ম্যাক্সিম ডোব্রোখোতোভকে আন্তরিক ধন্যবাদ জানান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.