লক্ষ্মীপুর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে লক্ষ্মীপুরে জেলা ত্রাণ গুদাম ঘর ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মপুরসহ সারাদেশে ২৬টি ভবণের শুভ উদ্বোধণ ঘোষণা করেন।
পরে দুপুরে জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুরে এই কেন্দ্রটি উদ্বোধন ঘোষণা করেন।
এসময় জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়া, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উপসহকারী প্রকৌশলী আরিফুর রহমান খান উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ভবণের কক্ষ গুলো পরিদর্শন করেন।
জানা যায়, ১ কোটি ৫৮ লাখ টাকার বেশী ব্যয়ে ৩ তলা বিশিষ্ট অফিস, গুদাম ঘর, তথ্য কেন্দ্র বিশিষ্ট এই ভবণের ঠিকাদার ছিলেন মি: ইউটি মং। স্থানীয় ভাবে কাজটি বাস্তবায়ন করেন ঠিকাদার মোঃ কাউছার কাজী ও লিয়াকত আলী শুভ।
You might also like