The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় ১৪৭ কি. মি হাঁটবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক

প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্ত করার দাবি নিয়ে ১৪৭ কি. মি পায়ে হেঁটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

রোববার (৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনা থেকে পায়ে হেঁটে ঢাকার পথে রওনা দিয়েছেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের পাশাপাশি মো. হাবিবুর রহমান জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিবও।

জেলার প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে বুদ্ধি, বাক, দৃষ্টি, অটিজম ও শারীরিক প্রতিবন্ধীরা পড়াশোনা করেন। এসব বিদ্যালয় এমপিওভুক্তি করার জন্য ২০২০ সালে অনলাইনে আবেদন করা হয়। এরমধ্যে জেলায় মাত্র একটি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তি হয়েছে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় কোনো রকমে চলছে বিদ্যালয়টি। জেলার প্রায় সব কটি প্রতিবন্ধী বিদ্যালয়ের অবস্থাও শোচনীয়। তাই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের আশা পূরণের দাবিতে তাদের প্রতিনিধি হিসেবে এ কর্মসূচি শুরু করেন হাবিবুর।

হাবিবুর রহমান জানান, আমি মমতাময়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সবার সহযোগিতা ও দোয়া চাই। আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে আমাদের দুঃখ-দুর্দশার কথা বলতে পারলে জীবনে সুদিন ফিরে আসবে।

পদযাত্রায় নেত্রকোনা ঢাকা মহাসড়কের পারলা এলাকা পর্যন্ত তার সাথে অংশ নিয়েছেন জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক মো. আব্দুর রব খান ঠাকুর, জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন মিয়া, সদস্য মনিরুল ইসলাম রুবেল, শফিকুল ইসলাম।

প্রতিদিন কমপক্ষে ২৫ কিলোমিটার পথ হেঁটে এক সপ্তাহের মধ্যে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার আশাবাদ ব্যক্ত করেছেন হাবিবুর।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় ১৪৭ কি. মি হাঁটবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক

প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় ১৪৭ কি. মি হাঁটবেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক

প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্ত করার দাবি নিয়ে ১৪৭ কি. মি পায়ে হেঁটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

রোববার (৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনা থেকে পায়ে হেঁটে ঢাকার পথে রওনা দিয়েছেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের পাশাপাশি মো. হাবিবুর রহমান জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিবও।

জেলার প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে বুদ্ধি, বাক, দৃষ্টি, অটিজম ও শারীরিক প্রতিবন্ধীরা পড়াশোনা করেন। এসব বিদ্যালয় এমপিওভুক্তি করার জন্য ২০২০ সালে অনলাইনে আবেদন করা হয়। এরমধ্যে জেলায় মাত্র একটি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তি হয়েছে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় কোনো রকমে চলছে বিদ্যালয়টি। জেলার প্রায় সব কটি প্রতিবন্ধী বিদ্যালয়ের অবস্থাও শোচনীয়। তাই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের আশা পূরণের দাবিতে তাদের প্রতিনিধি হিসেবে এ কর্মসূচি শুরু করেন হাবিবুর।

হাবিবুর রহমান জানান, আমি মমতাময়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সবার সহযোগিতা ও দোয়া চাই। আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে আমাদের দুঃখ-দুর্দশার কথা বলতে পারলে জীবনে সুদিন ফিরে আসবে।

পদযাত্রায় নেত্রকোনা ঢাকা মহাসড়কের পারলা এলাকা পর্যন্ত তার সাথে অংশ নিয়েছেন জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক মো. আব্দুর রব খান ঠাকুর, জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন মিয়া, সদস্য মনিরুল ইসলাম রুবেল, শফিকুল ইসলাম।

প্রতিদিন কমপক্ষে ২৫ কিলোমিটার পথ হেঁটে এক সপ্তাহের মধ্যে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার আশাবাদ ব্যক্ত করেছেন হাবিবুর।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন