ঈদের দ্বিতীয় দিন আজ রোববার রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় হাজারো মানুষের উপচে পড়া ভিড়।
রোববার দুপুরে দেখা যায়, দর্শনার্থীদের চাপে চিড়িয়াখানার সামনের আধা কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। ফুটপাত দিয়ে হেঁটে হাজারো মানুষ চিড়িয়াখানার উদ্দেশে যাচ্ছেন।
চিড়িয়াখানার মূল ফটকের সামনেও হাজারো মানুষ। মানুষের ঢল সামাল দিতে চিড়িয়াখানার প্রধান ফটকসহ সব কটি ফটক খুলে দেওয়া হয়েছে।
দর্শনার্থীদের চাপের কারণে অনেকেই হারিয়ে যাচ্ছেন। মাইকে হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চাওয়া হচ্ছে, আবার কাউকে একা পাওয়া গেলে তার স্বজনদের খোঁজ চাওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছরই ঈদের পরদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ বেশি থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। গতকালের চেয়ে আজ দর্শনার্থীর চাপ অনেক বেশি। গতকাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন এখানে প্রায় এক লাখ দর্শনার্থীর আগমন ঘটেছিল।