আসিফুল ইসলাম, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ১৭ ছাত্রী এবং ২০ নম্বর ছাত্র হলের চাবি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ২টি হলের চাবি সংশ্লিষ্ট হলের প্রভোস্টেদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ভিসি প্রফেসর ড. মোঃ নূরুল আলমের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ এবং অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. নাসির উদ্দিন নবনির্মিত ১৭ নম্বর ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর নিগার সুলতানার কাছে এবং ২০ নম্বর ছাত্র হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর কবীরের কাছে এই চাবি হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর শেখ মো: মনজুরুল হক, ট্রেজারার প্রফেসর ড. রাশেদা আখতার প্রমুখ।
অনুষ্ঠানে ভিসি আশা প্রকাশ করে বলেন, এ দুইটি হলে স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী উঠানো সম্ভব হবে। তখন বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট আরও কমে আসবে। এ সময় তিনি নতুন হলের শুভ কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে হলের রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার আহবান জানান।