The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

স্বদেশ মাতানোর পর এবার বিদেশে চাটগাঁইয়া সিনেমা

সাঈদ মঈন: চাটগাঁইয়া ভাষায় নির্মিত প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘মেইড ইন চিটাগং’। কেবল চট্টগ্রামের প্রেক্ষাগৃহ দিয়েই এর পর্দাজীবন শুরু হলেও পরে অবশ্য ঢাকাসহ আরও একাধিক জেলায় মুক্তি পায় ছবিটি। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ মাতানোর পালা।

আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ২২টি শহরের ৫১টি সিনেমা হলে মুক্তি পাবে ‘মেইড ইন চিটাগং’। গত ৬ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলন করে খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অঙ্গনে এর পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা’য় সপ্তাহে ২৮টি শো চলবে। এরপর দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা আরও বাড়বে।

এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি। আমার মনে হয়, এখন সবার একটু হালকা হওয়া উচিৎ, একটু হাসা উচিৎ। ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি সেই সুযোগ করে দেবে। এটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মত একটি সিনেমা।’’

সম্পূর্ণ চাটগাঁইয়া ভাষায় নির্মিত প্রথম সিনেমা ‘মেইড ইন চিটাগং’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ প্রমুখ। রূপকথা প্রডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক-কমেডি ঘরানার সিনোমটির প্রযোজনা করেন এনামুল কবির সুজন।

যুক্তরাষ্ট্রের পর কানাডা এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, কুয়তে, সৌদি আরব এবং ওমানেও ছবিটি পরিবেশনা করবে বায়স্কোপ ফিল্মস।

You might also like
Leave A Reply

Your email address will not be published.