কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আন্দোলন সংগ্রামের ফাইনাল খেলায় বাংলাদেশ ছাত্রলীগ যেমন ম্যান অফ দ্য ম্যাচ হয়, তেমনিভাবে নির্বাচন নামক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হতে হবে। ৭ জানুয়ারির খেলায় সেরা খেলোয়াড় হবে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) নীলফামারী-১ আসনে প্রার্থী আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী পথসভায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এমটিই বলেন।
সাদ্দাম হোসেন বলেন, দেশকে ভালোবেসে যেমন ছাত্র রাজনীতি করি, সেই দলকে বিজয়ী করতে হবে। আর একটি বড় দায়িত্ব ছাত্রলীগের নেতাকর্মীদের রয়েছে, তাহলো ৭ জানুয়ারি আমরা শুধু নৌকা মার্কাকে বিজয়ী করবো না।
আসছে ৭ জানুয়ারি শুধু আমাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হবে না। ছাত্রলীগের কাছে যেটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটি হলো গণতন্ত্রকে বিজয়ী করা, বাংলাদেশে জনগণকে বিজয়ী করা।
তিনি আরও বলেন ৭ জানুয়ারি কে হারবে, কে জিতবে সেটা মুখ্য প্রশ্ন নয়, ৭ জানুয়ারিকে আমরা যদি ভোট উৎসবে পরিণত করতে পারি তাহলে বাংলাদেশ বিজয়ী হবে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ৭ জানুয়ারী আওয়ামী লীগকে বিজয়ী করা।
এ সময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা ৭ জানুয়ারি এই ভোট উৎসবকে বাধাগ্রস্ত করতে চায়। নির্বাচনে নিশ্চিতভাবে ব্যর্থ হবে জেনে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। পেছনের দরজা দিয়ে আসা ছাড়া বিএনপি-জামায়াতের উপায় নেই।