বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য কলেজ, বিস্তারিত ফরম ও বিষয় পছন্দের আবেদনের সময় বাড়ানো হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের আবেদন গত ১৬ জুলাই বিকেল ৩টায় শুরু হয়েছিল। যা আজ (২৯ জুলাই) শেষ হওয়ার কথা। তবে গতকাল বিদ্যুৎ বিভ্রাটের কারণে আবেদন গ্রহণ কার্যক্রমে কিছুটা সমস্যা হয়েছে। যার কারণে অনেক শিক্ষার্থী আবেদন সম্পন্ন করতে গিয়ে জটিলতার মুখোমুখি হয়েছেন।
তিনি বলেন, এই কারণে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম অনলাইনে জমার তারিখ ২৯ জুলাই থেকে ৩০ জুলাই বিকেল ৩টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা পাস করেছেন কেবলমাত্র সেসব শিক্ষার্থীরাই কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ বছর আবেদন জমা পড়েছিল ১ লাখ ১ হাজার ২৯ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর বিপরীতে এবছর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। যেখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।