The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

৪০তম বিসিএস থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেলেন ৮৯৩ জন

৪০তম বিসিএস থেকে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নন-ক্যাডার হতে সুপারিশ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে একজন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে চারজন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

আজ (সোমবার) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.