রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, পূণ্য শুক্রবার, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশসহ মোট ৩৫ দিনের ছুটি পাচ্ছেন ঢাকা বিশ্বিবদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ছুটি শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং শেষ হবে এপ্রিলের ২৭ তারিখ (বৃহস্পতিবার)। তবে সরকারি ছুটি ছাড়া অন্য দিন কলেজের অফিস ও বিভাগ খোলা থাকবে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, এসময়ে শুধু শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। এছাড়া মাস্টার্স প্রিলি, ডিগ্রির চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী চলবে। পরীক্ষা চলমান থাকবে ৬ এপ্রিল পর্যন্ত।