The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

৩১ দফা বাস্তবায়নে ঢাকা মহানগরে বিএনপির ৮ ‘জোন কমিটি’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৮টি সাংগঠনিক ‘জোন কমিটি’ গঠন করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এসব জোন কমিটি ঘোষণা করেন।

জোন-১ অঞ্চল পল্টন ও মতিঝিল থানা, জোন প্রধান ফরহাদ হোসেন। জোন-২ খিলগাঁও ও সবুজবাগ, জোন প্রধান কে. সেকান্দার কাদির। জোন-৩ শাহবাগ ও রমনা এলাকা, জোন প্রধান মকবুল হোসেন সরদার। জোন-৪ নিউ মার্কেট ও হাজারীবাগ-ধানমন্ডি এলাকা, জোন প্রধান আব্দুস সাত্তার।

চকবাজার ও লালবাগ এলাকা নিয়ে জোন-৫, প্রধান আ. ন. ম. সাইফুল ইসলাম; সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকা নিয়ে জোন-৬, প্রধান হারুনুর রশিদ হারুন; যাত্রাবাড়ী ও ডেমরা অঞ্চল নিয়ে জোন-৭, প্রধান হাজি মনির হোসেন চেয়ারম্যান; শ্যামপুর- কদমতলী জোন-৮, প্রধান লিটন মাহমুদ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.