জাবি প্রতিনিধি : ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
মোমবাতি প্রজ্বলন শেষে এক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙালিদের ওপর অমানুষিক হত্যাকাণ্ড পরিচালনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্য কাজ করছেন।আমরা চাই এ স্বীকৃতি বিশ্ব দেবে। আজ আমরা ব্ল্যাক আউট কর্মসূচি পালন করবো।
বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, আমরা ২৫ মার্চের বেদনাকে হৃদয়ে ধারণা করবো।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ মোমবাতি প্রজ্বলন করে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিন রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ে এক মিনিটের প্রতীকী ‘ব্লাক-আউট’ কর্মসূচি পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক এলাকার মসজিদসমূহে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।