The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫

২০২৫ সালকে সবার আগে স্বাগত জানাল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক: খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সালকে বিশ্বে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। দেশটির সবার আগে নতুন বছরে পদার্পণ করার তথ্য দিয়েছে লেটেস্টলি ডটকম।

ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে কিরিবাতিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর।

টাইম জোন বা সময় অঞ্চলের তারতম্যের কারণে পৃথিবীর কিছু দেশ কয়েক ঘণ্টা আগে, কোনো কোনোটি আবার কয়েক ঘণ্টা এমনকি একদিন পর নববর্ষ উদযপানের সুযোগ পায়। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে নতুন বছরে পদার্পণ করে থাকে। কিরিবাতি ২০২৫ সালে নতুন বছরে প্রবেশ করা প্রথম দেশ।

গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকেল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানায় কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়। প্রায় জনমানবহীন প্রশান্ত মহাসাগরীয় আরও ১০ দ্বীপ এলাকায় একই সময়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার সুযোগ এসেছে। আন্তর্জাতিক সময় সকাল ১১টায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং বৃহত্তর নিউজিল্যান্ডে ২০২৫ সালকে বরণ করে নেওয়ার কথা।

এদিকে, কিছু দেশ সবার শেষে নববর্ষ উদযাপনে যোগ দেবে। এই তালিকায় রয়েছে প্রায় জনমানবহীন মার্কিন অঞ্চল হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপ। আন্তর্জাতিক সময় অনুযায়ী ১ জানুয়ারি দুপুর ১২টায় এই এলাকা দুটোয় ২০২৫ সালকে বরণের সুযোগ আসবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.