২০২৩: রাবিপ্রবির অনেক অর্জনের বছর
মোঃ আয়নুল ইসলাম, রাবিপ্রবিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩ সাল ছিলো অনেক অর্জন ও ঘটনাবহুল। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্য হিসেবে নিযুক্ত আছেন প্রফেসর ড. সেলিনা আখতার।
রাবিপ্রবিতে ১ম শহীদ মিনার উদ্ভোদনঃ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্থাপন করা হয় রাবিপ্রবির ১ম শহীদ মিনার। ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্ভোদন করা হয়।
রাবিপ্রবিতে ১ম বইমেলাঃ ২১ শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে রাবিপ্রবি ক্যাম্পাসে বইমেলার আয়োজন করা হয়। বইমেলা উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।
উপাচার্যের রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎঃ ২০২৩ সালের ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নববর্ষ উদযাপনঃ ২০২৩ সালের ৩ এপ্রিল নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যগো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার সামাজিক উৎসব বিজু,বিহু, বিষু, বৈসু ও সাংগ্রাই মেলার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্জনঃ ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২ তম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ অবস্থানে রাবিপ্রবি।
রাবিপ্রবি শাখা ছাত্রলীগের ১ম কর্মীসভাঃ ৩০ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাবিপ্রবি শাখা ছাত্রলীগের ১ম কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রাবিপ্রবি ও ইবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তিঃ ১৫ নভেম্বর রাবিপ্রবি ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সাক্ষরিত হয়। সাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সিএসই ডে ও ম্যানেজমেন্ট ডে উদযাপনঃ বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ১৪ ও ১৯ নভেম্বর জমজমাট আকারে সিএসই ডে ও ম্যানেজমেন্ট ডে উদযাপন করা হয়। দুই দিনই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়।
ডি- নথিতে যুক্ত হয়েছে রাবিপ্রবিঃ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে একটি আধুনিক ও সেবামূলক দক্ষ প্রশাসন গড়ে তুলতে দাপ্তরিক নথি ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ডি-নথি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২য় পর্যায়ে ডি-নথি (ডিজিটাল নথি) ব্যবস্থাপনার সাথে সংযুক্ত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রীয় খেলার মাঠ উদ্ভোদনঃ ১৩ ডিসেম্বর শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি ক্রিকেট টূর্ণামেন্ট ও শিক্ষার্থীদের একটি প্রীতি ম্যাচের মাধ্যমে কেন্দ্রীয় খেলার মাঠ উদ্ভোদন করা হয়। তবে ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্ভোদন করেন উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এসময় খেলায় বিজয়ী ও রানার্স আপ দলকে পুরষ্কৃত করা হয়।
রাবিপ্রবিতে শিক্ষার্থীদের নতুন তিন সংগঠনঃ রাবিপ্রবির শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৩ সালে রাবিপ্রবি সাংবাদিক সমিতি, রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও প্রজ্বলিত নাট্যদল,রাবিপ্রবি এর আত্মপ্রকাশ হয়েছে।
শিক্ষার্থীদের সাফল্যঃ আইসিপিসি ২০২৩ এ ২৪০ দলের মধ্যে রাবিপ্রবির দলের (Alpha_Centauri) অবস্থান ছিল ৮১তম। রাবিপ্রবি এখন পর্যন্ত ৫ টি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ২০১৪ সাল থেকে ৪৫টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপ্সের প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং তালিকায় ৫১ তম অবস্থানে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।