The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি নবীনদের বরণ করে নিল রাবি কতৃপক্ষ

রাবি প্রতিনিধি : বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ শিক্ষার্থী মো. হারুন-অর-রশিদ কোরআন তেলোয়াত, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষার্থী পিয়াশ সাহা গীতাপাঠ, সংগীত বিভাগের বর্ষা চাকমা ত্রিপিটক ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জয়া বাইবেল পাঠ করেন।

অনুষ্ঠানে নবীনদের পক্ষে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশরাত জেরিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিরা প্রতীতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাবি উপাচার্য বলেন, ‘তোমাদের মধ্যে যে অমিত সম্ভাবনা আছে এর পরিপূর্ণ বিকাশে তোমরা সজাগ হবে। এটা যেন ব্যত্ময় না হয়। খারাপকে বর্জন আর ভালোকে গ্রহণ করতে হবে। তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমরা কোন দিকে যাবে। তেমরা আলোকময় জগতের মানুষ হবে। তোমাদের দায়িত্ব থেকে বিচ্যুত হবে না। আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে হবে।

শিক্ষার্থীদেরকে উপদেশ দিয়ে রাবি উপাচার্য আরো বলেন, ‘শিক্ষার কোনো মুহুর্তই যেন তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ে নানা পথ ও মত রয়েছে। সেগুলো থেকে তোমাদের ভালো পথ বেছে নিয়ে এগোতে হবে। শিক্ষকের পাঠদান থেকে তোমাদের জ্ঞানের দরজা উন্মুক্ত হবে। তোমরা এমন শিক্ষাগ্রহণ করবে যাতে নিজেকে শানিত করে জাতির কাজে লাগে।’

উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, ‘তোমরা ২ লক্ষ শিক্ষার্থীদের সাথে লড়াই করে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছো এজন্য তোমাদের অভিনন্দন জানাই। এখানে ভর্তির সুযোগ পাওয়ার মধ্যেই তোমাদের অধ্যাবসায় শেষ নয়। তোমাদের সামনে এখনও অনেক পথ বাকি। তাই তোমরা যাতে হারিয়ে না যাও এটাই তোমাদের কাছে আমার দাবি।
বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে ভূমিকা রাখবে তোমাদের কাছে আমাদের এই প্রত্যাশা।’

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.