The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

২০২২ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যে ১৫ অ্যাপ

স্মার্টফোনের আগমনের সঙ্গে সঙ্গে প্রতি বছর অ্যাপের ব্যবহার বাড়ছে। প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের নিঃশ্বাস নেওয়ার সময় নেই এক দণ্ড। সারাক্ষণ বিশ্বের কোথাও না কোথাও ডাউনলোড করা হচ্ছে কোনো না কোনো অ্যাপ। তবে বছরের সবচেয়ে বেশি যেসব অ্যাপ ডাউনলোড করা হয়েছে সেই তালিকা প্রকাশ করলো প্রযুক্তি বিষয়ক সাইট সফটওয়্যার টেস্টিং হেল্প।

সেই তালিকায় আছে সামাজিক প্ল্যাটফর্ম, ই-কমার্স এবং মোবাইল গেম। যেগুলো গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোড করা হয়েছে অসংখ্যবার।

চলুন জেনে নেওয়া যাক এ বছর সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে এমন ১৫ অ্যাপের তালিকা।

১. টিকটক
২. ইনস্টাগ্রাম
৩. ফেসবুক
৪. হোয়াটসঅ্যাপ
৫. টেলিগ্রাম
৬. জুম
৭. স্ন্যাপচ্যাট
৮. ফেসবুক মেসেঞ্জার
৯. ক্যাপকাট
১০. স্পোটিফাই
১১. ইউটিউব
১২. এইচবিও ম্যাক্স
১৩. ক্যাশ অ্যাপ
১৪. সাবওয়ে সার্ফার
১৫. রোবলক্স

সূত্র: সফটওয়্যার টেস্টিং হেল্প

You might also like
Leave A Reply

Your email address will not be published.