নিয়ামতুল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার হওয়া ফুলপরি ক্লাস শুরু করেছেন। দীর্ঘ এক মাস পর সোমবার (১৩ মার্চ) ক্লাস শুরু করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ফুলপরি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দিনের ক্লাসের মতো অনুভূতি পাচ্ছি। যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি প্রথমে অনেক ভয়ে ছিলাম। তবে এখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে।
এদিকে গত ৪ মার্চ উচ্চ আদালত থেকে পছন্দের হল বরাদ্দের নির্দেশের পর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট বরাদ্দের জন্য আবেদন করেন ফুলপরী। এরপর গত রবিবার ফুলপরী তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পছন্দের হলে উঠেন।
এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী অন্তরা ও তার সহকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয় ফুলপরি। এর ফলে নির্যাতনের ঘটনার বর্ণনা, তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জমা ও হাইকোর্টে রিট হওয়ার ঘটনায় ছুটোছুটি করতে হয় ভুক্তভোগীকে। যার কারণে দীর্ঘ ১ মাস ক্লাসে বসতে পারেনি ফুলপরী। এরপর সোমবার (১৩ মার্চ) সে ক্লাস শুরু করেছেন বলে জানা গেছে।