ডেস্ক রিপোর্ট: স্বৈরাচারী বাশার আল-আসাদকে উৎখাতের পর সিরিয়াকে অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছে। তবে আগামী ১ মার্চ তারা নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।
শাইবানি বলেন, ‘আগামী ১ মার্চ যে সরকার চালু করা হবে সেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশের বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া হবে।’
গত মাসে আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীদের নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম গ্রুপের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েক দশক ধরে সিরিয়া শাসন করা বাথ পার্টির সঙ্গে আসাদ আমলের পার্লামেন্ট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তী আইনসভা গঠনের দায়িত্বও দেওয়া হয় তাকে।
সিরিয়ার নতুন সরকার ক্ষমতায় আসার পর হায়াত তাহরির আল-শাম ও তাদের মিত্র অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও ভেঙে দেওয়া হয়। দেশটির নতুন জাতীয় বাহিনীতে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর যোদ্ধাদের একীভূত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে শারা বলেছিলেন, নির্বাচন আয়োজন করতে পাঁচ বছর সময় লাগতে পারে। নতুন সরকার সকল সিরীয়কে নিয়ে একটি জাতীয় সংলাপ সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনো কোনো তারিখ নির্ধারণ করেনি।