The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

১০ রানে অলআউট, শূন্য রানে ফিরেছেন ৭ ব্যাটসম্যান!

ফুটবলের দেশ স্পেন। ফুটবলে তাদের পারফরম্যান্সের কথা সবারই জান। বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছে তারা একবার। ক্রিকেটের মাঠে সেই স্পেনের হতেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তৈরি হলো এক নতুন ইতিহাস। মাত্র ১০ রান তুলে অলআউট। তবে ১০ রানের রেকর্ডগড়া কীর্তির সময় স্পেন বোলিং করছিলো। ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়ে যায় আইল অব ম্যান। যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত একটি স্বায়ত্বশাসিত অঞ্চল ও দ্বীপের দল আইল অব ম্যান। আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বীকৃতি পাওয়া আইল অব ম্যান ২০০৪ সালে আইসিসির অধিভুক্ত হয়। ২০১৭ সালে সহযোগী সদস্যপদ পায় তারা

রোববার স্পেনের মাঠে তারা এই কীর্তি গড়েছে। যা স্পেন মাত্র ২ বলেই পেরিয়ে যায়। দুই বলেই ছয় হাঁকিয়েছেন ওপেনার আওয়াইস। ১১৮ বল হাতে রেখেই ১০ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে তারা।

১০ রানে অলআউট হওয়ার ম্যাচটি কোনো বয়সভিত্তিক খেলা ছিলো না, ম্যাচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এই ম্যাচটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এটা কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সবথেকে কম রানে অল-আউট হয়ে গেল আইল অব ম্যান। সেইসঙ্গে পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সব থেকে বেশি বল পড়ে থাকতে জয়ের নজির গড়েছে স্পেন।

আইল অব ম্যান তাদের রেকর্ড গড়ার ম্যাচটিতে মোট সাত জন ব্যাটারই শূন্য রানে ফিরেছেন। তাদের সর্বোচ্চ ৪ রান করেছেন জোসেফ। অন্যদিকে ব্যাটারদের ধসিয়ে দেওয়া ইনিংসে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন স্পেনের মোহাম্মদ কামরান। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৪টি। আতিফ মেহমুদের বোলিংয়ের চিত্রও একই। তিনিও ৪টি উইকেট বাগিয়ে নিয়েছেন।

এর আগে স্বীকৃত টি-টোয়েন্টির সর্বনিম্ন ইনিংসটি ছিল ১৫ রানের। গত বছর বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে সিডনি থান্ডার এই কীর্তি গড়ে। তবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড আরেকটু বেশি রানের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের কাছে ২১ রানে অলআউট হয়েছিল তুরস্ক।

 

dhakapost

You might also like
Leave A Reply

Your email address will not be published.