The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

১০৪ বছর বয়সে হজ, তাকেই এবার সবচেয়ে বয়স্ক হজযাত্রী ধরা হচ্ছে

১০৪ বছর বয়সে হজ করতে সৌদি আরবে গেছেন খাজিমিয়া হাতিম নামের এক নারী। ইরাকি এ বৃদ্ধাকে এবারের হজের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে ধরা হচ্ছে।

সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ মে মদিনার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেন খাজিমিয়া হাতিম। তখন তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এরপর শতবর্ষী এ বৃদ্ধাকে মক্কা থেকে মদিনায় সঙ্গ দিয়েছেন ইরাকি এজেন্ট আলী আবদ আল-রিদা। তারা আল-হারামাইন ট্রেনে করে এক পবিত্র শহর থেকে আরেক পবিত্র শহরে গেছেন। মদিনায় নেমে ইরাকি এই হজযাত্রী মসজিদে নববীতে যান।

এজেন্ট আলী আবদ আল-রিদা বলেছেন, খাতিমিয়া হাজিম হজে আসার জন্য বদ্ধপরিকর ছিলেন। তার হজে আসার বিষয়টি ইরাকি হজ মিশন এবং সাধারণ ইরাকিদের জন্য একটি আনন্দের এবং গর্বের বিষয়।

তিনি জানিয়েছেন, এই বৃদ্ধা শারীরিকভাবে ভালো এবং সুস্থ আছেন। তবে তা সত্ত্বেও তার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

খাতিমিয়া হাজিম জানিয়েছেন, তিনি হজে আসতে পেরে বেশ খুশি। এছাড়া সৌদিতে আসার পর তাকে যে অভ্যর্থনা ও সেবা দেওয়া হচ্ছে তাতে তিনি আরও বেশি খুশি।

এ বছর হজ করতে ইরাকের ৩৩ হাজার হজযাত্রী সৌদিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সৌদিতে গতকাল বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৫ জুন হবে হজ। এর পরের দিন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

সূত্র: আরব নিউজ

You might also like
Leave A Reply

Your email address will not be published.