হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড বা হৃদয় ভাঙার জন্য বীমা! শুনে অবাক হচ্ছেন? এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে জানা গেল এমনটি। ব্রেকআপের ফলে প্রতিক আরিয়ান নামের এক প্রেমিক হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড বা হৃদয় ভাঙার বীমার কল্যাণে পেয়েছেন ২৫,০০০ টাকা।
এখন প্রশ্ন হল, এমনটা কেমন করে সম্ভব?
গোটা বিষয়টি টুইটারে খোলাসা করেছেন বীমার অর্থ পাওয়া ওই যুবক নিজেই।
প্রতীক ও তার প্রেমিকা একটি ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। ঠিক করেন, দু’জনেই প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ৫০০ টাকা করে জমা রাখবেন। অর্থাৎ মাস প্রতি অর্থের পরিমান হবে ১০০০ টাকা। এইসঙ্গে উভয়ের সম্মতিতেই ঠিক হয়, প্রেমিকা ভালবাসায় ধোকা দিলে প্রেমিক ওই টাকা পাবেন, একইভাবে প্রেমিক ধোকা দিলে যাবতীয় অর্থ পাবেন প্রেমিকা। ওই তহবিলের নামকরণ করা হয় ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড’।
টুইটার পোস্ট প্রতীক জানিয়েছেন, আমি সম্প্রতি ২৫ হাজার টাকা পেয়েছি। কারণ প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ডে’ ৫০০ টাকা করে জমিয়েছিলাম। চুক্তি মতো সেই টাকাই পেয়েছি।