The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫

হার্ট অ্যাটাকের যাত্রীকে নিয়ে চট্টগ্রামে থাই বিমানের জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট: বিমানে হার্ট অ্যাটাক করা এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে থাই এয়ারওয়েজের একটি বিমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। ওই যাত্রীর নাম মো. সাজ্জাদ। তিনি বিমানের ৩৪ নম্বর আসনের যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম টাওয়ারকে জানায়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট টিএইচএ ৩৩৯ এর এয়ারক্রাফটে একজন যাত্রী উড্ডয়নরত অবস্থায় হার্ট অ্যাটাক করেছে। এ কারণে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে।বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছে।

পরে রাত ১টার দিকে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। রাত ১টা ৪০ মিনিটে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকরা ওই রোগীকে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। তবে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে জানায় যে, ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয়। তাই ওই রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

তবে থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মো. আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। সবশেষ বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.