The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫

হামজাকে নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট: আগামী মাসে এএফসি এশিয়ান কাপ-২০২৭ কোয়ালিফায়ার্স-এর ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ মার্চ খেলাটি অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ে। তার আগে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছেন হামজা চৌধুরীসহ আরও প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম।

বাংলাদেশি বংশোদ্ভুত ফাহামিদুল ইসলাম ফেনীর ছেলে। ইতালিয়ান ফোর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন তিনি।

২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ৩৮ সদস্যের প্রাথামিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রকাশিত ৩৮ ফুটবলারের মধ্যে নতুন একটি প্রবাসী ফুটবলারের নাম যুক্ত হয়েছে। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ফরোয়ার্ড হিসেবে ইতালিয়ান ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলেন। বাফুফের কাছ থেকে এমনই তথ্য পাওয়া গেছে।

যে ৩৮ সদস্যের তালিকা প্রকাশ করেছে বাফুফে, তার মধ্যে ১৪ জন ফুটবলারই বসুন্ধরা কিংসের। আবাহনীর ফুটবলার আছেন ৮ জন। তবে জামাল ভূঁইয়াকেও দলে রেখেছেন কোচ। চুক্তি সংক্রান্ত জটিলতায় লিগের প্রথম পর্বে খেলতে পারেননি জামাল ভূঁইয়া। দ্বিতীয় পর্বে তার খেলার কথা রয়েছে ব্রাদার্স ইউনিয়নের হয়ে। এই ডিফেন্সিভ মিডফিল্ডারও আছেন দলে।

অস্ত্রোপচার করা হয়েছে বিশ্বনাথ ঘোষের পায়ে। চলতি মৌসুমে এই ডিফেন্ডারের মাঠে নামা নিয়েই আছে প্রবল শঙ্কা। কাবরেরার প্রাথমিক দলে অনুমিতভাবেই জায়গা হয়নি বিশ্বনাথের।

বাংলাদেশের ৩৮ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

You might also like
Leave A Reply

Your email address will not be published.