সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সমস্যা সমাধানে ১০ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্য দ্রুত হল পরিদর্শন করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত হলের আবাসিক শিক্ষার্থী মৈত্রী বৈড় বলেন, দীর্ঘদিন ধরে হলের সমস্যাগুলো সমাধানে আমরা মৌখিকভাবে জানিয়ে আসছিলাম প্রশাসনকে। আজ আনুষ্ঠানিকভাবে উপাচার্যকে স্মারকলিপি দিয়ে অবহিত করলাম। উপাচার্য দ্রুত হল পরিদর্শনে এস সমস্যাগুলো যথাসাধ্য সমাধানের ব্যবস্থা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েচে, হল টাইম রাত ১০টা করা, ওয়াইফাই সমস্যা সমাধান, খাবারের দাম কমানো, মান, আইটেম বাড়ানো। লন্ড্রী সিস্টেম খোলা, মেডিক্যাল সেন্টার এর তালা খোলা, হলের সামনের গেইট অতিদ্রুত করা এবং মেয়েদের বসার জায়গার ব্যবস্থা করা। রিডিং রুমের সুবিধা বাড়ানো, প্রার্থনা কক্ষের ব্যবস্থা করা, লিফটের মান উন্নয়ন, হলের কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ভালো করা।
প্রসঙ্গত, জবির একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন ২০২২ সালের ১৬ মার্চ তৎকালীন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।