ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। বাদ যায়নি সেখানকার রুপালি পর্দার তারকারাও। এখন পর্যন্ত হলিউডের বেশ কয়েক তারকার বসতবাড়ি দাবানলে ভস্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভয়াবহ এ দাবানলে নিজেদের জীবন বাঁচাতে স্থাপত্যের মায়া ছেড়ে, এক কাপড়েই বের হয়ে পড়েছেন হলিউড তারকারা; হারিয়েছেন তাদের প্রিয় বাড়ি!
তাদের মধ্যে আছেন মার্কিন তারকা প্যারিস হিলটন, টম হ্যাংক্স, বেন অ্যাফ্লেক, মারিয়া শিভার, মেল গিবসন, পিট লি, মেলিসা ক্লেয়ার ইগান, অ্যান্টনি হপকিন্স, মাইলস টেলার, কেলি টেলার, টিনা নোলসসহ অনেকে। বাড়ি হারিয়ে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে তাদের মাঝে। সামাজিক মাধ্যমে তারা সেখানকার পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন, হয়ে পড়েছেন আবেগপ্রবণ ।
মারিয়া শিভার
ক্যালিফোর্নিয়ার ফার্স্ট লেডি খ্যাত মারিয়া শিভার। ভয়াবহ এই দাবানলে হারিয়েছেন নিজের বাড়িসহ পুরো এলাকাই। সামাজিক মাধ্যমে দাবানলের ধ্বংসযজ্ঞ দেখিয়ে এই তারকা লিখেছেন, ‘এমন পরিস্থিতি অবশ্যই হৃদয়বিদারক, বিধ্বংসী! বিশ্বাস করার মতো না একেবারেই। সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের বাসা, আমাদের প্রতিবেশী, রেস্তোরাঁ- সব শেষ।’
মেল গিবসন
পরিবার ও পোষ্যরা নিরাপদে থাকলেও নিজের বাড়িটি রক্ষা করতে পারেননি অভিনেতা মেল গিবসন। তিনি জানান, ‘অবশ্যই এটা বিধ্বংসী, যা আবেগকে আঘাত করেছে। শুধু ভাবুন, আপনি যেখানে দীর্ঘদিন ধরে বসবাস করেছেন, আপনার সকল স্মৃতি, সুন্দর জিনিস, এত এত মুহূর্ত, গুরুত্বপূর্ণ নানান কিছু- তার কিছুই নেই। তবে এটাই ভালোলাগার যে, আমি ও আমার পরিবার- সবাই ভালো ও নিরাপদ আছি। তাদের আমি অত্যন্ত ভালোবাসি, আর এটুকুই আমি যত্ন করতে পারি।’
পিট লি
এক জরুরি কাজে নিউইয়র্কে ছিলেন কমেডি অভিনেতা পিট লি। দুর্ভাগ্যের বিষয় হলো- তিনি সেখানে বসেই টেলিভিশনে তার লস আঞ্জেলসের এর বাসাটি সরাসরি পুড়ে যেতে দেখেছেন! সামাজিক মাধ্যমে সেই সম্প্রচার প্রকাশ করে এই তারকা বলেন, ‘এই ফুটেজটি (দৃশ্যটি) আমার বাড়ির সামনের। সম্প্রচারটি দেখে অনেকেই এই মুহূর্তে জানতে পেরেছে তাদের বাড়ি জ্বলছে। তাদের মধ্যে আছি আমি ও আমার বন্ধুরা। হ্যাঁ, এটাই আমার বাড়ি।’
অ্যান্টনি হপকিন্স
মার্কিন কিংবদন্তি অভিনেতা অ্যান্টনি হপকিন্স। দাবানলের আগুনে প্যাসিফিক প্যালিসেডেস এর বাড়িটি হারিয়েছেন তিনি। সে বাসা থেকে তিনি প্রায়ই পিয়ানো বাজিয়ে টিকটকে শেয়ার করতেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সবাই এই আগুনের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে সংগ্রাম করছি, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র আমরা আমাদের সাথে যা নিয়ে যাই না কেন, ভালোবাসা যেন আমরা দেই।’
মাইলস টেলার এবং কেলি টেলার
মাইলস টেলার এবং কেলি টেলার তাদের বাড়িতে দাঁড়িয়ে থাকা শেষ ছবি দিয়ে ক্ষতির কথা জানিয়ে লিখেছেন, ‘প্রশান্ত মহাসাগরীয় প্যালিসেডস, আমি তোমাকে ভালোবাসি তুমি স্বর্গের একটি ছোট টুকরো। আমরা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
মেলিসা ক্লেয়ার ইগান
মাত্র দুই সপ্তাহ আগে কেনা বাড়িটি দাবানলের আগুনে হারালেন মার্কিন অভিনেত্রী মেলিসা ক্লেয়ার ইগান। সেই বাড়ির ধ্বংসস্তূপের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এখনও বাড়িটিতে প্রবেশই করতে পারি নি, অথচ এটি এখন ধ্বংসস্তূপ। আমরা এই ভয়ংকর বিপর্যয়ে বিপর্যস্ত।’
প্যারিস হিলটন
দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেত্রী প্যারিস হিল্টন। টেলিভিশনের সম্প্রচারে তার নিজের বাড়িটিওপুড়ে যেতে দেখেছেন তিনি। এক পোস্টে তিনি লিখেছেন, ‘মালিবুতে আমাদের বাড়িকে লাইভ টিভিতে পুড়ে যেতে দেখব, কল্পনা করতে পারছি না। এটিই সেই বাড়ি, যেখানে আমার মূল্যবান স্মৃতি তৈরি হয়েছে। তবে আমি কৃতজ্ঞ যে, আমার পরিবার নিরাপদে আছে। প্রার্থনা তাদের জন্য, যারা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
টিনা নোলস
মার্কিন তারকা বিয়ন্সি এবং সোলেঞ্জ নোলসের মা, টিনা নোলস। তিনিও তার বাড়ি হারিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এটি আমার প্রিয় স্থান, আমার অভয়ারণ্য। আমার পবিত্র সুখী স্থান ছিল। এখন এটি চলে গেছে।’