ডেস্ক রিপোর্ট: অবশেষে জনপ্রিয় গায়ক অভিনেতা-তাহসান খান তার হবু স্ত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ছবি পোস্ট করেন তাহসান।
সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে তিনি লিখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে? #homeforlife