পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে মুসলমানদের পূণ্যভূমি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি যুবক আলিফ মাহমুদ। নানা বাধা পেরিয়ে দীর্ঘ আট মাসের যাত্রায় ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।
আলিফের সংকল্প অনুযায়ী, গেল বছরের ৮ই জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে আলিফ রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে। ২৪৬ দিন অর্থাৎ দীর্ঘ ৮ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে।
হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে আলিফ জানান, হাজার বছর আগের ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্যের এই একমাত্র পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে। শুরুতে সাইকেলে চড়ে মক্কায় যাওয়ার ইচ্ছা থাকলেও, পরে হেঁটে যাওয়ার সংকল্প করেন তিনি।
এদিকে, হজ্জের ভিসার মেয়াদ শেষ হওয়ায় আফ্রিকা থেকে হজ্জের ভিসা নিয়ে পবিত্র মক্কা নগরীতে এখন আলিফ ।
বৃহস্পতিবার (২৩শে মে) নিজের ভেরিফাই ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, আল্লাহর কাছে কেও মন থেকে কিছু চাইলে মহান আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না,আমি তার উত্তম প্রমাণ। আলহামদুলিল্লাহ পবিত্র হজ্জের ভিসায় এখন মক্কা নগরীতে যাচ্ছি তৃতীয়বারের জন্য ওমরাহ পালন করবো ইনশাআল্লাহ।