ডেস্ক রিপোর্ট: গত বছর পবিত্র হজ পালন করা হাজিদের জন্য বড় অংকের অর্থ ফেরত দেওয়া ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির ধর্ম-বিষয়ক মন্ত্রী চৌধুরী সালিক হুসাইন গত বছর হজ করা হাজিদের ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
মূলত হজের জন্য হাজিদের কাছ থেকে নেওয়া অর্থ বেঁচে যাওয়ার কারণেই তা ফেরত দিচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের ধর্ম-বিষয়ক মন্ত্রী চৌধুরী সালিক হুসাইন বলেন, “আমি জাতিকে একটি সুসংবাদ জানাতে চাই। আমরা গত বছর হজ করা সকল হজযাত্রীর টাকা ফেরত দিচ্ছি। সর্বনিম্ন ২০ হাজার রুপি থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে এবং আমরা এ বছরও হজের জন্য সর্বোত্তম সুবিধা প্রদান অব্যাহত রাখব। এ বছরের হজের খরচও বাড়েনি।”
তিনি আরও বলেন, পাকিস্তান যে হজ প্যাকেজ দিচ্ছে তা বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের।
পাকিস্তানের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাজিদের অর্থ ফেরতের বিষয়ে আরও বিশদ বিবরণ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, কিছু হাজি ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত অর্থ ফেরত পাবেন, আর অন্যরা কমপক্ষে ২০ হাজার রুপি পাবেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, গত বছর হজ পালন করা তিন শতাংশ হজযাত্রী পাবেন ১ লাখ ৪০ হাজার রুপি, ২৩ শতাংশ হজযাত্রী পাবেন ৭৫ হাজার রুপি এবং ৩ হাজার হাজি ৫০ হাজার রুপি করে ফেরত পাবেন বলে জানিয়েছেন তিনি।
অতিরিক্ত সচিব আরও বলেন, এ বছরের হজ প্রক্রিয়ায়ও যদি অর্থ সঞ্চয় করা সম্ভব হয়, তবে সেই অর্থও হজযাত্রীদের ফেরত দেওয়া হবে।