বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ‘স্মার্ট বাংলাদেশ অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’-এর উদ্বোধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এর একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। বিতর্কের সার্বিক ব্যবস্থাপনায় আছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
‘যুক্তির তারুণ্যে স্মার্ট আগামী’ স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিইউ শাখা ছাত্রলীগের সভাপতি মির্জা আবু সায়েম এবং সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিডিইউডিএস এর সাধারণ সম্পাদক মারুফ হাসান।
স্বাগত বক্তব্যে বিডিইউডিএস এর সভাপতি হাসিবুল আলম প্লাবন বলেন, ‘ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে বিতর্কচর্চা পথনির্দেশকের ভূমিকা পালন করে। প্রতিপক্ষের দুর্বল বিষয়গুলো ধরে এগোনোর মাধ্যমে বিতার্কিকেরা একটি নতুন সত্যের সন্ধান পান। যুক্তিতর্কের মাধ্যমে তরুণসমাজ সেসব সত্যকে তুলে ধরে আমাদের সমাজকে বদলে দেবে, এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’
শাখা ছাত্রলীগের সভাপতি মির্জা সায়েম বলেন, ‘বিতার্কিকেরা তাদের বিতর্কচর্চার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ কন্সেপ্টকে পরিপূর্ণতা দান করবে। এবং যুক্তি তর্কের মাধ্যমে সকল অপশক্তিকে যৌক্তিকভাবে বিনাশ করবে ’
অন্যদিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা জানান, ‘ছাত্রলীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের আত্ম:উন্নয়ন করবে। এভাবে ছাত্রলীগের এক একজন নেতাকর্মী হয়ে উঠবেন স্মার্ট বাংলাদেশের এক একজন কান্ডারী।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামী সপ্তাহ জুড়ে চলে এ বিতর্ক প্রতিযোগিতা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।