জবি প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগীত বিভাগের আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা দলীয়ভাবে দেশত্ববোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক গান প্রচার করা হয়।