The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে উড়ে গেল ভারত

ডেস্ক রিপোর্ট: অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রানেই গুটিয়ে গিয়েছে ভারতের প্রথম ইনিংস। অজিদের হয়ে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। টেস্টে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।

দিবা-রাত্রি গোলাপি বলের টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ইনিংসের প্রথম বলেই স্টার্কের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন যশ্বী জয়সওয়াল। লোকেশ রাহুল ও শুভমান গিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ৬৯ রানে ভাঙে তাদের জুটি। ৩৭ রানে স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন রাহুল।

এরপর এই পেসার তুলে নেন ভিরাট কোহলির উইকেটও। ৭৭ রানে তিন উইকেট হারানো ভারতের হয়ে বেশিক্ষণ লড়তে পারেননি গিলও। ব্যক্তিগত ৩১ রানে বোল্যান্ডের শিকার হয়ে যখন তিনি ফেরেন তখন ভারতের সংগ্রহ ৮১ রান।

এই ইনিংসে সুবিধা করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মাও। তিনি ৩ রানে ফেরেন বোল্যান্ডের এলবিডব্লিউয়ের ফাঁদে। দলীয় ৮৭ রানেই ৫ উইকেট হারানো ভারত ষষ্ঠ উইকেট হারায় একশ পার (১০৬) করেই।

তবে একপ্রান্ত আগলে রেখে নিতিশ কুমার রেড্ডি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। এক পর্যায়ে ১৪১ রানে ৮ উইকেট হারালেও তার ব্যাটেই ১৮০ করতে পারে সফরকারীরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসেই নিতিশের ব্যাট থেকেই। অজিদের হয়ে ৪৮ রান দিয়ে স্টার্ক শিকার করেছেন ৬টি উইকেট। স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স শিকার করেছেন দুইটি করে উইকেট।

You might also like
Leave A Reply

Your email address will not be published.