স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ২০ শিক্ষার্থী। গতকাল প্রকাশিত ফলে ওই ২০ শিক্ষার্থীই পেয়েছিল ট্যালেন্টপুলে বৃত্তি। এতে অবাক সবাই। এমন ঘটনা ঘটেছে বরগুনার আমতলী ‘এ কে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ। যদিও পরে স্থগিত করা হয়েছে প্রাথমিক বৃত্তির ফল। আজ বুধবার সংশোধিত ফল প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন খান বলেন, ‘প্রতিবছর আমাদের বন্দর মডেল, এ কে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি আঁচল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় প্রতিযোগিতা হয়ে আসছে। বিগত কয়েক বছর ধরে আমাদের এই তিনটি স্কুলের বৃত্তির রেজাল্ট একেবারে কাছাকাছি ছিল। এই বছর ঘোষিত বৃত্তি পরীক্ষার ফলাফলে আমাদের স্কুল থেকে একটি মাত্র ট্যালেন্টপুল ও ছয়টি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ওই ফলাফল অস্বাভাবিক। যদিও সরকার ঘোষিত ফলাফল স্থগিত করেছে।’
আমতলী এ কে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম বলেন, ‘যে যাই বলুক- আমাদের স্কুলের সবাই মেধাবী। তাই সকলেই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।’
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম কালের কণ্ঠকে বলেন, ‘গতকাল প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ত্রুটি থাকায় সরকার তা স্থগিত করেছে।’ এর বাইরে আর কিছু বলতে চাননি তিনি।