সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন,সরকারি শহীদ শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট ঢাকা সিটি জোনের কার্যক্রম শুরুর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় আয়োজন করা হয়েছে।
শনিবার (০৩ফেব্রুয়ারি) সকাল ৯ টায় থেকে দুপুর ১ টায় পর্যন্ত কার্যক্রম চলে।পুরাতন ঢাকা বাহাদুর শাহ পার্কে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম।
এই সময় উপস্থিত ছিলেন বাঁধন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট ঢাকা সিটি জোন উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস জান্নাত, আসিফ আলমগীর সায়ান, মো. সাগর সরদার, মো: ইমরান,শারমিন আক্তার সদ্য সাবেক সভাপতি।
এছাড়াও উপস্থিত ছিলেন জোনাল প্রতিনিধি জুবায়ের হোসেন, সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সজিব মিয়া। আরো উপস্থিত ছিলেন বাঁধন, ঢাকা সিটি জোনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ।
আয়োজক কমিটির আহবায়ক হিসাবে দায়িত্বে ছিলেন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট ইউনিট এর দপ্তর সম্পাদক মো: আনোয়ার হোসেন এবং সদস্য সচিব হিসেবে ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদুল ইসলাম রুপম। এছাড়াও কার্যকরী পরিষদ ও কর্মীদেরকে নিয়ে গঠিত হয় এই আয়োজক কমিটি। আজকে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ১৭০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিতে সক্ষম হয়েছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেষ বাঁধন, সরকারি শহীদ শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের সভাপতি জাহিদ হাসান বলেন, “আলহামদুলিল্লাহ বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন) এর কার্যক্রম শুরুর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কলেজ সংলগ্ন বাহাদুর শাহ পার্কে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। কর্মসূচিটি অনেক সুন্দর, উশৃঙ্খল ও গোছালো হয়েছে। ঢাকা সিটি জোনের বিভিন্ন ইউনিট থেকে আগত উপদেষ্টা, দায়িত্বশীল ও কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যাম্পেইনে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এছাড়াও আহবায়ক কমিটিকে ধন্যবাদ ক্যাম্পেইনটি এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য।