কানাডা থেকে মেক্সিকো সিটির দিকে যাচ্ছিল ‘ইমপ্রেস’ নামের কয়লাচালিত ট্রেন। ১৯৩০ সালে তৈরি জনপ্রিয় এই ট্রেন দেখতে রেললাইনের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা। কেউ কেউ ট্রেনের ছবি তুলছিলেন, কেউ ভিডিও করছিলেন। তাদের মধ্যে ২০ বছরের এক তরুণী সেই ট্রেন পেছনে রেখে সেলফি তোলার চেষ্টা করেছিলেন।
কিন্তু সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত রেললাইনের খুব কাছে চলে যাওয়ায় তার মাথার পেছনে ধাক্কা লাগে ট্রেনের। তাতে ঘটনাস্থলেই সেই তরুণী মারা যান। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গত সোমবার (৫ জুন) মেক্সিকোর হিদালগোতে এই ঘটনা ঘটেছে। নিহত তরুণী তার ছেলে এবং কিছু শিক্ষার্থীর সঙ্গে ট্রেন দেখতে রেললাইনের পাশে গিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কানাডা থেকে মেক্সিকো সিটির উদ্দেশে রওয়ানা হওয়া ইমপ্রেস নামের ট্রেনটি শুক্রবার (৭ জুন) মেক্সিকো সিটিতে পৌঁছাবে। এরপর জুলাইয়ে ট্রেনটি কানাডার উদ্দেশে মেক্সিকো ত্যাগ করবে। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবে ত্রিশের দশকে তৈরি কয়লাচালিত ট্রেন ইমপ্রেস।