ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ইতোমধ্যে কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেছে দুই লাতিন আমেরিকান দেশের একদল ব্রাজিলের। তবে বিশ্বকাপ ট্রফি জয়ের লড়াইয়ে এখনও টিকে আছে আরেক লাতিন দেশ আর্জেন্টিনা। ফুটবল মাঠে দুই দেশ চির-শত্রু হলেও, লাতিন প্রসঙ্গে তারা একাট্টা।
তার নজির আবারও দেখা গেল আরো একবার। নিজেরা আসর থেকে বাদ যাওয়ার পর এবার আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে ব্রাজিল। কারণ, তারা চায় বিশ্বকাপের শিরোপা লাতিনদের হাতেই উঠুক।
স্পোর্টস সেন্টাল ব্রাজিলে দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি তাদের সমর্থন আছে বলে জানান।
আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ‘আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি লাতিন আমেরিকায় নিয়ে আসবে।’
বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন, যদি তারা বিদায় নেন তাহলে ব্রাজিলকে সমর্থন দেবেন।
এবার দেখার পালা বিশ্বকাপের ট্রফিটা কার ঘরে যায়, লাতিদের ঘরে, না আফ্রিকানদের ডেরায় না ইউরোপেই থাকে।