The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

সেন্টমার্টিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) সমাজকর্ম বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সফর ও ফিল্ড ওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশের অনন্য সম্পদ ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা সফরটি অনুষ্ঠিত হয়। শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ও পরিচালক (অর্থ ও হিসাব) ড. মোঃ মহসীন রেজা ও সহকারী অধ্যাপক জনাব মিফতাহুল বারীর তত্বাবধানে সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা ফিল্ড ওয়ার্ক কর্মসূচি সম্পন্ন করে।

কর্মসূচি সম্পর্কে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন “বিপন্ন, বিপর্যস্ত এবং সংকটাপন্ন এই অনন্য দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করা বাঙালি হিসেবে আমাদের সকলের নাগরিক দায়িত্ব। শিক্ষার্থীদের নিয়ে এরকম সচেতনতামূলক কাজ করতে পেরে আমরা আনন্দিত।

ড. মোঃ মহসীন রেজা বলেন “আক্ষরিক অর্থেই সেন্টমার্টিন প্রবাল দ্বীপটি বিপন্ন। এই বিষয়টি লক্ষ্য রেখেই আমরা জবি শিক্ষার্থীদের নিয়ে গ্রীণ সমাজকর্ম অনুশীলনে সেন্টমার্টিনকে বেছে নেই। শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্কের আওতায় সমাজকর্মের তত্ত্বের আলোকে গ্রীণ সমাজকর্ম অনুশীলনের এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক কার্যক্রমটি স্থানীয় অধিবাসী ও পর্যটকরা সাধুবাদ জানায়।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে শিক্ষার্থীরা জবির গ্রীণ সমাজকর্মের ভাবনা সকলের মাঝে ছড়িয়ে দেয়। আমাদের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করায় আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মিফতাহুল বারী বলেন “এই প্রবাল দ্বীপটি আমাদের অনন্য জাতীয় সম্পদ, যেটা রক্ষায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে- যা আমি জাতীয় দায়িত্ব বলে মনে করি।”

উল্লেখ্য, বর্তমান সময়ে এই দ্বীপ পরিবেশগতভাবে বিপর্যয়ের মুখে। যত্রতত্র পলিথিন, প্লাস্টিক পণ্যের ব্যবহার, বৃক্ষনিধন ও সৈকত সংলগ্ন এলাকায় অতিরিক্ত আলোর ব্যবহার এবং অপরিকল্পিত স্থাপনার ফলে সেন্টমার্টিনের ইকো সিস্টেম মারাত্মকভাবে বিপন্ন।

এই সমস্যা অনুধাবন করে সমাজকর্মের অন্যতম অনুশীলন ক্ষেত্র গ্রীণ সমাজকর্মের আলোকে এই শিক্ষা সফরে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা দুই দিনের ফিল্ডওয়ার্কে অংশগ্রহণ করে। ফিল্ডওয়ার্কের আওতায় স্থানীয় অধিবাসী ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন, প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.