শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহবান এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই সুযোগ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ করাকে যথার্থ বলে মনে করে ইউজিসিও।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলছি আবার শিক্ষার্থীদের সামনে দেয়াল তুলে দিচ্ছি। শিক্ষার্থীরা কেন একবার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে? ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ না থাকা অযৌক্তিক। আমরা এটা ভুলে যাই যে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে তারা নিজেদের মেধার মাধ্যমেই সুযোগ পাচ্ছে। তাহলে একবারের বেশি কেন সে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না?
শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে কিনা সেটি দেখতে হবে। পরবর্তীতে সেকেন্ড টাইম রাখা হলে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে কিনা। সবকিছু যে আমরা সব সময় প্রতিপালন করতে পারি এমনটা হয়ে ওঠেনা। কেননা সরকার যেটা বলছে সেটাতে আমাদের সক্ষমতা আছে কিনা সেটিও আমাদের দেখতে হবে। আমরা সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেব।