The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

সুইজারল্যান্ডে জানুয়ারি থেকে বোরকা পরা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডের সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে দেশটিতে মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিয়ে ২০২১ সালে সুইজারল্যান্ডে গণভোট হয়েছিল, তাতে অল্প ভোটে বোরকা নিষদ্ধের পক্ষে রায় যায়। তখন দেশটির মুসলিম সম্প্রদায় এর ন্দিা জানিয়ে ব্যাপক বিক্ষোভ মিছিল করেন। খবর আরব নিউজের।

এর আগে ২০০৯ সালে দেশটিতে নতুন কোনো মিনার (মসজিদ) নির্মাণের ওপরও একই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সর্বশেষ বোরকা নিষিদ্ধ করার বিষয়ে বুধবার সুইজারল্যান্ডের গভর্নিং ফেডারেল কাউন্সিল একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেউ এই আইনটিকে লঙ্ঘন করলে তাকে ১ হাজার সুইস ফ্রাঙ্ক (১১৪৪ মার্কিন ডলার) জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৩৬ হাজার টাকারও বেশি।

সুইস সরকার আরও জানিয়েছে, বোরকার ওপর নিষেধাজ্ঞাটি কোনো বিমানে, কূটনৈতিক এবং কনস্যুলার প্রাঙ্গণে প্রযোজ্য হবে না। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতেও কেউ চাইলে মুখ ঢেকে রাখতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে—স্বাস্থ্য ও নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে মুখের ওপর কোনো আবরণ ব্যবহার অনুমোদিত থাকবে শুধু। শৈল্পিক উপস্থাপন এবং বিনোদন ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও এটির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ চাইলে অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.