পবিপ্রবি প্রতিনিধিঃ সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড সাসটেইনেবিলি (সিয়াস) অর্গানাইজেশন এর উদ্যোগে পটুয়াখালীর জেলার দুমকী উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ০৯টি পরিবারকে ত্রান ও পুর্নবাসনে সার্বিক সহযোগিতায় করেছেন পবিপ্রবি ডিবেটিং সোসাইটি এবং পবিপ্রবি সাংবাদিক সমিতি।
২৬ মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক ঘর ভেঙে যায়, গাছপালা উপড়ে যায়, গৃহপালিত পশুসহ ফসিল জমির ক্ষতি হয়। এসময় দক্ষিণাঞ্চলের অধিকাংশ পরিবার মানবেতর জীবনযাপন করেন। এই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ০৯ টি পরিবারকে খাবার সামগ্রী বিতরণ , বাড়ি ও বাথরুম সংস্কারে সহযোগিতা করেন সোস্যাল ইম্প্যাক্ট অ্যান্ড সাসটেইনেবিলি (সিয়াস) অর্গানাইজেশন। আর এই ত্রান ও পুর্নবাসন কাজে সেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন পবিপ্রবি ডিবেটিং সোসাইটি এবং পবিপ্রবি সাংবাদিক সমিতি সদস্যবৃন্দ।
পবিপ্রবির শিক্ষার্থী সেচ্ছাসেবী মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমরা ক্ষতিগ্রস্থ মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি৷ সিয়াসকে ধন্যবাদ আমাদের এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য।