সিন্যাপ্স র্যাংকিংয়ে দশ ধাপ এগিয়ে ৫১তম অবস্থানে রাবিপ্রবি
রাবিপ্রবি প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র্যাংকিংয়ে দশ ধাপ এগিয়ে ৫১ তম অবস্থানে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। সিন্যাপ্স তার নিজস্ব ওয়েবসাইট ( https://synapse0.com/) এই র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে।
সিন্যাপ্স র্যাংকিংয়ে রাবিপ্রবির পূর্বের অবস্থান ৬১ তম ছিল। +১৭৩ পয়েন্ট যুক্ত হওয়াতে বর্তমানে ৫১ তম অবস্থানে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টি।
র্যাংকিংয়ে উন্নতির ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি খুবই আনন্দিত। আমি প্রত্যাশা করি আমাদের বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে জাতীয় পর্যায়ে এভাবেই এগিয়ে যাবে । এছাড়াও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ গ্রহণ ও তাঁদের সাথে সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ জানান তিনি”।
উল্লেখ্য এখন পর্যন্ত রাবিপ্রবি পাঁচ বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষবারে ২৪০ দলের মধ্যে রাবিপ্রবির স্কোর ৮১ তম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী ওয়াসীউর রহমান বলেন “ প্রথম তিনটা প্রোগ্রামিং সমস্যা এক ঘণ্টার মাঝে সমাধান করার কারণে আমরা র্যাংকিংয়ে এগিয়ে যাই। আগামীতে আরো ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি”।
প্রসঙ্গত, ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে ৪৫টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপ্স এই তালিকা প্রকাশ করেছে