The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

সালাউদ্দিন মানসিক অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন : ব্যারিস্টার সুমন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের ‘বাবা’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার এক হাত নিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান পরিচালনা পর্ষদের কঠোর সমালোচক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি মনে করেন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। বুধবার (৩ মে) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল সালাউদ্দিন সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন কথা বলেছেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারে। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। আসলে কাজী সালাউদ্দিন অসুস্থ মানসিকতার মানুষ। তার চিকিৎসা প্রয়োজন।’

ব্যরিস্টার সুমন মনে করেন, এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত না। সে কতটা অসুস্থ আমি নিরুপণ করতে পারবো না। তবে নষ্ট যে এ ব্যাপারে আমি নিশ্চিত।

সালাউদ্দিনের ক্ষমা প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘উনি ক্ষমা তো চেয়েছেন বেঁচে যাওয়ার জন্য। পরিস্থিতি থেকে উৎরায়ে যাওয়ার জন্য এটা তার কৌশল। সাংবাদিকদের বিষয়ে উনি যে কি ধারণা পোষণ করেন এটা নিশ্চিত হওয়া গেছে।’

গতকাল বাফুফে কার্যালয়ে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে সহকর্মীদের সঙ্গে সালাউদ্দিনকে সাংবাদিকদের বাবা-মা নিয়ে কটাক্ষ করতে শোনা যায়। সালাউদ্দিন বলেছিলেন, ‘সাংবাদিকরা এখানে (বাফুফেতে) ঢুকতে গেলে আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা শর্ত হলো তার বাবার ছবি পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাবার জুতা পরা ছবি থাকতে হবে।’

পরবর্তীতে এক ভিডিও বার্তায় সালউদ্দিন বলেন, ‘আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের উদ্দেশ করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত আলোচনা ছিল। সেখানে রেকর্ডার ছিল এটা আমি জানতাম না।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.