খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেইনম্যান/এমএলএসএস (চাকুরিচ্যুত) মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে। মামলাটি দায়ের করেন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কার্যালয়ের সহকারী পরিচালক সৌরভ দাশ।
বুধবার (২২ জানুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কার্যালয় থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মামলা দায়েরের বিষয়টি জানানো হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি মো. মুজিবুর রহমান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে চেইনম্যান হিসেবে কর্মরত থাকাকালিন ও পরবর্তীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অফিসে এমএলএসএস পদে চাকুরি করার সুবাদে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি মূলক কাজের মাধ্যমে ৫,৫৫,১৯,৬৫২/- (পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ উনিশ হাজার ছয়শত বায়ান্ন) টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে সম্পদ অর্জন ও ভোগ দখলের রাখার মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সম্পাদন করেন। এই বিপুল পরিমান সম্পদের তথ্য গোপনের বিষয়টি তার জমাকৃত সম্পদ বিবরণী পর্যালোচনা ও অনুসন্ধানে বেরিয়ে আসে বলে এজহারে উল্লেখ করা হয়েছে।
তবে সাবেক এই এমএলএসএস মুজিবুর রহমান যাতে তার অর্জিত আয় বহির্ভূত সম্পদ হস্তান্তর/রুপান্তর না করতে পারে সে বিষয়ে আদালতের মাধ্যমে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কতৃক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।