ডেস্ক রিপোর্ট: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন, এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল ‘সানজিদা শারমিন’ নামে একটি আইডি থেকে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, আইন উপদেষ্টা এই নামে কাউকে পিএস হিসেবে নিয়োগ দেননি।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি Sanjida.Sahanaz (লিংক https://www.facebook.com/Sanjida. Sahanaz.378644? mibextid=ZbWKWL) নামক ফেইসবুক আইডি থেকে এক ব্যক্তি দাবি করেছেন যে, ‘আমি আজ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। সকলের কাছে আমি দোয়া চাই। ’
এতে বলা হয়, প্রকৃত তথ্য হচ্ছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামের কাউকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি। এই ফেইসবুক আইডি থেকে আইন উপদেষ্টার পিএস হিসেবে দাবি করে যেসব তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এই নামে কেউ আইন উপদেষ্টার একান্ত সচিব দাবি করলে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।