ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ভুক্ত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৮ সালভিত্তিক সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৭৭১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
৭৭১ জনের মধ্যে সোনালী ব্যাংকে ২৬৪ জন, জনতা ব্যাংকে ১৩৯ জন, রূপালী ব্যাংকে ২১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩ জন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৮ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৩০ জন এবং কর্মসংস্থান ব্যাংকের জন্য ৬ জন নির্বাচিত হয়েছেন।
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কাজ সংশ্লিষ্ট ব্যাংকগুলো সম্পাদন করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে ব্যাংকার্স সিলেকশন কমিটি সংশোধনের অধিকার রাখে।
৭৭১টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২০ সালের ২০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্যানেল তৈরি করা হয়। সেই প্যানেল থেকে ৭৭১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।