ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ হয়।
শিক্ষার্থী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট ভর্তি ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষেও ফলাফল জানতে পারবে।
এর আগে, ১০ ও ১১ মে যথাক্রমে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৯৫২ জন।
ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।