বাঙলা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আগামী সপ্তাহে আলোচনায় বসবে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সাত কলেজের সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ খালেদ রহীম এ তথ্য জানান।
ঢাবি অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা আজ সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম আজকের সভা নিয়ে বলেন, ‘এ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। অধ্যক্ষরা সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে পরবর্তী সভায় সমস্যাগুলো উপস্থাপন করবেন। একইসঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিরাও এ সভায় উপস্থিত থাকবেন। কলেজ অধ্যক্ষরা নিজেদের কলেজের প্রতিনিধিদের নিয়ে সভায় উপস্থিত হবেন। আগামী সপ্তাহে এ সভা অনুষ্ঠিত হবে। কলেজ সংক্রান্ত বিষয় হওয়ায় এ সভায় মাউশির ডিজিও উপস্থিত থাকবেন। সাত কলেজে পরীক্ষা সংক্রান্ত সমস্যাটা বেশি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকও উপস্থিত থাকবেন।’
এর আগে, স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত ২১ অক্টোবর এবং ২৩ অক্টোবর সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। এরপর গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শিক্ষার্থীরা এই কমিটিকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।